জবিতে সেমিস্টারের সময় কমানো হবে না : উপাচার্য

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের সময়সূচি কমানোর কোনো পরিকল্পনা নেই। স্বাভাবিক সময়ের মতো ক্লাস হয়ে পরীক্ষা নেওয়া হবে। চলমান পরীক্ষা শেষ হয়ে গেলেই ক্লাস শুরু হয়ে যাবে।

আজ বুধবার এনটিভি অনলাইনকে মুঠোফোনে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘সেমিস্টারের সময় কমানো হবে না। এখন তো পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। চলমান পরীক্ষাগুলো হয়ে গেলেই ক্লাস শুরু হয়ে যাবে।’

উপাচার্য আরও বলেন, ‘সেমিস্টারের সময় কমালে শিক্ষার্থীর নিজের কাছেই খারাপ লাগবে। তাদের তো শিখতে হবে। না শিখে পরীক্ষা দিয়ে লাভ কি? কিছু না শিখলে চাকরি পাবে না।’

গত ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের করোনার কারণে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো শুরু হয়েছিল। ইতোমধ্যে এক সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে আটকে থাকা আরেক সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে।