জাবিতে তরীর শতাধিক শিশুকে শীতবস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরীর’ ছিন্নমূল শতাধিক শিশুকে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সামনে ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে  এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সয়ম উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাশেদুল ওহাব তুহিন,  ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সাহা ও মো. ইউসুফ হারুন, জাবি ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তরীর সভাপতি জাকিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসাইন, জাবি ইএমবিএর শিক্ষার্থী মাহমুদুল ইসলাম রবিন, রুশীল আহমেদ, নাদিয়া হাসান, একরামুল হক, আফসানা ঊর্মি, আশরাফুজ্জামান শাওন, ওসমান, তাসনিম হোসাইন, কুর্মি রিপন, জয়ন্ত, তাসনুভা, বৃষ্টি, শারিল, লিমনসহ অন্যরা।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে সংগঠন তরী। আলোর পথে আমরা-এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এ ছাড়া শিক্ষা উপকরণসহ প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যান এসব স্বেচ্চাসেবীরা।