জাবিতে বুধবার জরুরি সিন্ডিকেট, ছাত্রলীগের স্মারকলিপি

Looks like you've blocked notifications!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন ও শিক্ষা কার্যক্রম সচল করার লক্ষ্যে আগামীকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে আগামীকাল ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার দাবিতে দুপুর আড়াইটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।

জাবি ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এম. মাইনুল হুসাইন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ‘অনতিবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে এবং পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম খুব দ্রুত কার্যকর করতে হবে। আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার কিন্তু আবাসিক এলাকায় গান-বাজনা করা যাবে না ও একাডেমিক এবং প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে রাখা যাবে না। একই সঙ্গে চলমান আন্দোলনে যে সব জামায়াত-শিবির নেতা-কর্মী জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।’

অন্যদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরগনর’ ব্যানারে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি উপাচার্যের দুর্নীতির খতিয়ান প্রকাশ করার কথা ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, ‘অনিবার্য কারণবশত পূর্বঘোষিত কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর কর্মসূচি পুননির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উপাচাযের দুর্নীতি সংক্রান্ত বেশকিছু নতুন ও গুরুতর তথ্য আসায় উক্ত তথ্যসমূহ যাচাই-বাছাই করার জন্য কিছু সময়ের প্রয়োজন বিধায় প্রকাশনা পর্বটি পিছিয়ে দেওয়া হয়।

৫ ডিসেম্বর দুপুর ১২টায় ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

গত ৫ নভেম্বর আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের একাংশের হামলার ঘটনাকে কেন্দ্র করে হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ২৯ দিন বন্ধের পর বিশ্ববিদ্যালয় সচল হওয়ার সিদ্ধান্ত আসবে আগামীকাল বুধবার।