জাবির সব ধরনের পরীক্ষা স্থগিত

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রামেরও সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।’

গত বছরের ১২ জুলাই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়। ক্লাসের পাশাপাশি অনলাইনে টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়েছে। ডিসেম্বরের ১৮ থেকে জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত অনলাইনে ৪৫তম ব্যাচের সম্মান শেষ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পরই স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা নেওয়ার চিন্তা করেছিল প্রসাশন। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছিল শিক্ষার্থীরা। আজকের সিদ্ধান্তের পর সব ধরনের পরীক্ষা স্থগিত হয়ে গেল।

এর আগে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু ও ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব খোলার পর বিসিএস পরীক্ষা নেওয়া হবে।’

বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের তারিখ ও পরীক্ষার তারিখ পেছানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘করোনার কারণে বিসিএস পরীক্ষায় আবেদনের তারিখে যেসব শিক্ষার্থীর বয়সসীমা অতিক্রান্ত হয়ে যাবে তাদের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কেউই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব।’