জাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, না মানলে ব্যবস্থা

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ১৯ মার্চ ২০২০ থেকে সরকারি নির্দেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও আবাসিক হল বন্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থী সরকারের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক হলে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের (আজ) ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ছয় দফা দাবিতে আন্দোলন করছেন জাবি শিক্ষার্থীরা। আবাসিক হলগুলো খুলে দেওয়া এর মধ্যে অন্যতম দাবি। কোনোভাবেই শিক্ষার্থীরা হল ছাড়বেন না বলে জানান।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি হল খোলার দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। হল খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসন রাজি হয়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই প্রতিটি হলের তালা ভেঙে ফেলেন। পরে ফের নতুন তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ছাত্রদের আটটি হলে আবারও তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের আটটি হলে এখনও কোনো শিক্ষার্থী অবস্থান করছে না।