ঢাকা কলেজে নতুন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ

Looks like you've blocked notifications!
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। ছবি : সংগৃহীত

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২ শাখা) উপসচিব চৌধুরী সামিরা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ প্রতিষ্ঠানটির ৭৬তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা।

পদায়নের পর ঢাকা কলেজের এই নতুন অধ্যক্ষ বলেন, ‘আলহামদুলিল্লাহ ৷ মহান আল্লাহ আমাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে কবুল করেছেন। সরকার আমাকে যোগ্য মনে করেছে এজন্য পদায়ন করেছে। ঢাকা কলেজকে তার পুরোনো গৌরবে ফিরিয়ে নিতে চেষ্টা করবো। ছাত্রদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাব।’

গত ২৪ মার্চ ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে অবসরে যান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ এরপর কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।