ঢাবিতে ছাত্রদলের মিছিল

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছবি : ফোকাস বাংলা

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ আহ্বান জানান তাঁরা।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, মুক্তিযোদ্ধারা যে চেতনা ও স্বপ্নকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই চেতনা আজ পদদলিত। এই চেতনাকে আবার ফিরিয়ে আনতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মেহেদী তালুকদার আরো বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর পূর্বমুহূর্তের বাণী—‘মৃত্যুকে জয় করে যে দেশ স্বাধীন করলাম, আজ সে দেশের মাটিতে আমার মৃত্যু হলো না।’ বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে এই পরিস্থিতি দেখার জন্য নয় যে একজন মুক্তিযোদ্ধা তাঁর দেশে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারবেন না।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বর্ষীয়ান নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তিন শতাধিক নেতাকর্মীকে নিয়ে বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।