ঢাবির শিক্ষকতা থেকে আগাম অবসর চান সামিয়া রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকতা থেকে আগাম অবসর চেয়ে আবেদন করেছেন সহকারী অধ্যাপক সামিয়া রহমান। সপ্তাহখানেক আগে বিভাগের চেয়ারপাম্যানের কাছে এই আবেদন করেছেন। এরই মধ্যে আবেদনটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়েছে। যদিও তাঁর চাকরির মেয়াদ শেষ হতে বাকি আরও ১৬ বছর।
সামিয়া রহমান সম্প্রতি এ আবেদন করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ।
আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘সপ্তাহখানেক আগে সামিয়া রহমান আর্লি রিটায়ারমেন্টের (আগাম অবসর) আবেদন করেছেন। আবেদনটি বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের।’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর। সে হিসাবে ২০৩৮ সালে সামিয়ার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।
জানা যায়, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সামিয়া রহমান। একাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত বছরের জানুয়ারিতে এক ধাপ পদাবনতি হয় তাঁর। এরপর চার মাসের অর্জিত ছুটি নিয়ে বিদেশ যান তিনি।
রেজিস্ট্রার কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, চার মাসের অর্জিত ছুটি (আর্নড লিভ) নিয়ে গত বছরের শেষ দিকে সামিয়া রহমান বিদেশে যান। এই ছুটির মেয়াদ শেষ হয় গত ৩১ মার্চ। মার্চের শুরুতে বিনা বেতনে আরও এক বছরের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করেন। কিন্তু, কর্তৃপক্ষ এই ছুটি অনুমোদন করেনি। এরপরই সামিয়া রহমান আগাম অবসর চেয়ে আবেদন করেন।