ঢাবির ১২ শিক্ষার্থীকে স্থায়ী, ১৫১ জনকে অস্থায়ী বহিষ্কার

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১৫১ জনকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।