নানা আয়োজনে উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-1.jpg)
বর্ণাঢ্য নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজধানী উত্তরার চাইল্ড হ্যাভেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আকরাম হোসেন ও চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-2.jpg)
পরে অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে অষ্টম শ্রেণির এক ছাত্র। শুরু হয় মার্চ পাস্ট। এতে নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক জাকিয়া সুলতানা সুমি। এতে স্কুলের প্লে থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-4.jpg)
মার্চ পাস্ট শেষে মাঠে নেমে আসে একঝাঁক খুদে পরী। নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সাজে লাল, নীল, সাদা ও হলুদ পরীর বেশে। খুদে শিশুরা ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র কালজয়ী ‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী’ গানের তালে তালে নেচে ওঠে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-5.jpg)
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’র তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘বসন্ত মনে দিচ্ছে উঁকি’ ও দে তালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন’ দুটি গানের তালে নাচে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-3.jpg)
এরপর বিদ্যালয়ের হাইসেকশনের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এতে দেখানো হয় কলি থেকে ফুল ফোটার দৃশ্য।
অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্মারক উপহার দেওয়া হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-10.jpg)
বিশেষ অতিথি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আকরাম হোসেন তাঁর বক্তব্যে বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা দেখে তিনি তাঁর শৈশবে ফিরে গেছেন। তিনি শিশুদের মঙ্গল কামনা করেন।
প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আলী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেরা যা করেন, যা মনেপ্রাণে বিশ্বাস করেন, সন্তানদের তা-ই করতে বলবেন। আপনি যা করেন না, যা বিশ্বাস করেন না, যা মেনে চলেন না, তা শিশুদের করতে বলবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-7.jpg)
এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ছিল ৫০ মিটার থেকে ২০০ মিটার দৌড়, বেলুন কুড়িয়ে দৌড়, চকলেট নিয়ে দৌড়, গণিত দৌড়, মাথায় হাঁড়ি নিয়ে দৌড়, হাঁড়ি ভাঙা, ব্যাঙ লাফ, গুপ্তধন উদ্ধার, স্মৃতিশক্তি পরীক্ষা, নাম সংগ্রহ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, চামচে মার্বেল নিয়ে দৌড়, টেনিস বল নিক্ষেপ, সুঁই-সুতা ও ভারসাম্য দৌড় পরীক্ষাসহ অনেক কিছু।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-6.jpg)
খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল পরিয়ে দেন চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মনজুরুল ইসলাম। যারা জিততে পারেনি, তাদেরও সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল পরিয়ে দেন। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-8.jpg)
স্কুলের শিক্ষার্থীদের পুরুষ অভিভাবকদের জন্য ছিল অন্যের বেলুন ফুটিয়ে নিজের বেলুন সংরক্ষণের প্রতিযোগিতা। নারী অভিভাবকদের জন্য ছিল পিলো পাসিং খেলা।
সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীদের গ্রুপ ছবি তোলা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গ্রুপ ছবি তোলেন অধ্যক্ষ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/04/child-heaven-9.jpg)