পাবনা পলিটেকনিকে শিক্ষকদের কর্মবিরতি, স্থবির শিক্ষা

Looks like you've blocked notifications!

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।  

শিক্ষার্থীরা জানায়, গত জানুয়ারি মাসে দ্বিতীয় শিফটের সেমিস্টারের রেজাল্ট হয়েছে। এখন ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে কেউ নতুন সেমিস্টারের ক্লাস করতে পারছেন না। এতে তাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।

তারা জানায়,  আগামী মার্চে মিডটার্ম পরীক্ষা তারপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

দ্বিতীয় শিফটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, ‘এখন তো আমাদের বোর্ডের অধীনে পরীক্ষা দিতে হবে। আমাদের যদি সেমিস্টার শেষ না হয় তাহলে তো রেজাল্ট ভালো হবে না।’

বাংলাদেশ শিক্ষক পরিষদের পাবনা জেলা সভাপতি ড. মোজাম্মেল হক বলেন, ‘২০১৫ সালের পে-কমিশন অনুযায়ী আমাদের জাতীয় বেতন স্কেলের ৫০ ভাগ সম্মানী ভাতা দেওয়া হতো। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে এসে কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দিয়ে ২০০৯ সালের পে-স্কেল অনুযায়ী সম্মানী ভাতা করা হয়েছে। যা ২০১৫ সালের পে-স্কেলের ২৫ ভাগ হয়।’

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিরুল হক বলেন, ‘কেন্দ্রের নির্দেশক্রমে আমাদের দাবি আদায়ের জন্য আমরা এ কর্মবিরতি পালন করছি। এটা আমাদের সম্মানী ভাতা। অতিরিক্ত ভাতা নয়। ১৯ মাস ধরে কর্তৃপক্ষকে আমরা এ দাবি জানিয়ে আসছি।’

এদিকে দ্বিতীয় শিফটের ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা উদ্বিগ্ন।