পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাফিজা খাতুন

Looks like you've blocked notifications!
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. হাফিজা খাতুন। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. হাফিজা খাতুনকে।

আজ মঙ্গলবার রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১০(১) ধারা মতে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।

তবে এই নিয়োগে বিবদমান দুটি গ্রুপের মধ্যে সৃষ্ট বিভেদ দূর করা সম্ভব হবে না বলে অনেকে মনে করছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিতর্কিত শিক্ষক নিজেদের ভিসির কাছের মানুষ বোঝাতে ফেসবুকে ভিসির সঙ্গে নিজেদের ছবি দিয়ে পোস্ট করছেন।