পেঁয়াজ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভিপি নুরের নেতৃত্বে বিক্ষোভ

পেঁয়াজ ও চালসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
সমাবেশে ভিপি নুরুল হক নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী ও সাধারণ ছাত্রজনতা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘সস্তায় পেঁয়াজ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘পেঁয়াজ নাকি আসমানে! প্রধানমন্ত্রী তাই জানে’, ‘উন্নয়নের বাংলাদেশ, পেঁয়াজ কিনতে টাকা শেষ’, ‘মন্ত্রীরা করে কী! খায় দায় ঘুমায় নাকি’, ‘বাণিজ্যমন্ত্রী করে কী! খায় দায় ঘুমায় নাকি’ ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতা ও ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকার তিনবার ক্ষমতায় থাকা সত্ত্বেও সামান্য পেঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের দমন করতে পারছে না। লাগামহীনভাবে যেমন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, তেমনি আমাদের সরকারও আজ লাগামহীন। যেভাবে ইচ্ছে সেভাবে ক্ষমতা ব্যবহার করছে।’
ভিপি নুর আরো বলেন, ‘কত নির্লজ্জ সরকার হলে বলতে পারে পেঁয়াজ ছাড়া নাকি রান্না হয়। এমন লাগামহীন কথা না বলে জনগণের জন্য কিছু করুন। না হলে জনগণও লাগামহীনভাবে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে।’
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতা বলেন, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম জনগণের সাধ্যের অনুকূলে না এলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ ছাত্র সংরক্ষণ পরিষদ।