প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি

রাজশাহীতে গত ১৯ মে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার হুমকি দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। গতকাল রোববার (২১ মে) দিবাগত রাত ১১টার দিকে ক্যাম্পাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

এ সময় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির এই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করে, তাহলে ভোরের আলো ফোটার পর বাংলাদেশ ছাত্রলীগের কাফেলা তার বাড়ির দিকে রওনা করবে। সেই দায়ভার কিন্তু ছাত্রলীগ নেবে না। ছাত্রলীগ ভালো করেই জানে কীভাবে এ ধরনের খুনিদের শায়েস্তা করতে হয়।’

শেখ ওয়ালী আসিফ ইনান আরও বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ সবসময় আপসহীন। সুতরাং, সাধু সাবধান! শেখ হাসিনার বিরুদ্ধে বাংলার ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও যদি কোনোভাবে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করেন, তাহলে ছাত্রলীগ সে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সে জালের সুঁতা দিয়ে আপনাদের বেঁধে সোজা বঙ্গোপসাগরে ফেলে দেবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিভিন্ন হলের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন।