বঙ্গবন্ধুর মহাকাব্যিক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে : আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাঙালি জাতিকে হাজার বছর ধরে স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হয়েছে। অবশেষে বঙ্গবন্ধুর মহাকাব্যিক নেতৃত্বে অনন্ত অপেক্ষার প্রহর শেষে স্বাধীনতার স্বপ্নের বন্দরে পৌঁছেছি আমরা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে আজ রোববার সন্ধ্যায় জহুরুল হক হল ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাউসার, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও আত্মমর্যাদাশীল জাতি গঠন করা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেক দূর এসেছি, আমাদের যেতে হবে বহুদূর। আত্মমর্যাদাশীল জাতি হতে হলে আমাদেরকে সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। ভূখণ্ডের আয়তনের দিক থেকে আমরা ছোট হতে পারি। কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বড়। আমরা সারাবিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাই।’
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আগামী দিনে তোমরা নেতৃত্ব দেবে। মেধার সঙ্গে রাজনীতির কোনো বিরোধ নেই, বরং মেধার সঙ্গে রাজনীতির রয়েছে মেলবন্ধন। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সুস্বাস্থ্য ও শরীর গঠনের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাই নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।’
এর আগে গত ১৭ মার্চ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লীগ (ZPL) শুরু হয়। হলের কর্মকর্তা-কর্মচারীদের একটি দলসহ মোট আটটি দল এতে অংশ নেয় এবং ফাইনাল ম্যাচসহ ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলো ঢাকা গ্রুপ।
স্বাধীনতার মাসে অনুষ্ঠিত হওয়ায় ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিল রেখে দলগুলোর নাম রাখা হয় জয় বাংলা এক্সপ্রেস, গেরিলা-৭১, ক্র্যাক প্লাটুন, অপারেশন জ্যাকপট, ৭ই মার্চ একাদশ, স্টপ জেনোসাইড, ফোর্সেস ৭১ ও কে ফোর্স।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখী হয় দুই শক্তিশালী দল ক্র্যাক প্লাটুন ওবং গেরিলা-৭১। এতে ৪৮ রানের বিরাট জয় তুলে নেয় ক্র্যাক প্লাটুন। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্র্যাক প্লাটুন নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২১৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হান্নান। ৩৫ বল মোকাবেলা করে তিনি ৮০ রান করেন।
এদিকে ২১৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয় গেরিলা-৭১। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করায় ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন ক্র্যাক প্লাটুন দলের হান্নান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ। প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দল ‘ক্র্যাক প্লাটুন’ ও রানার্সআপ ‘গেরিলা-৭১’কে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি যারা খেলায় অংশ নিয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানান।