বন্ধ, তবু হচ্ছে ঢাবির সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা
কোভিড-১৯ পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা কার্যক্রম বন্ধ। কিন্তু এরই মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে সান্ধ্যকালীন কোর্সগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল ও কলেজে আগামীকাল শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৪৫তম ব্যাচে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে।
তবে এই ভর্তি পরীক্ষার ব্যাপারে কিছুই জানেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এর আগে পরবর্তী নীতিমালা না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে ভর্তি পরীক্ষা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এর মধ্যেই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়।
ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ।
জানা যায়, ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগের সান্ধ্যকালীন কোর্স ও চারটি প্রফেশনাল কোর্সে প্রতি বছর প্রতিটি সেশনে ৭২০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে অনুষদের একটি বিভাগের চেয়ারম্যান এনটিভি অনলাইনকে বলেন, ‘অনুষদের সবগুলো বিভাগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে জানানো হয়নি।’ আগামীকাল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন তিনি।
ক্যাম্পাস বন্ধ ও সান্ধ্যকোর্সে ভর্তি পরীক্ষা বন্ধের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে ওই চেয়ারম্যান বলেন, ‘কেন হচ্ছে সেটা ডিন ভালো বলতে পারবেন।’
অন্য একটি বিভাগের চেয়ারম্যানও নাম প্রকাশ না করার শর্তে এই পরীক্ষার ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা যেহেতু একটি নেগেটিভ ইস্যু, সেহেতু আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈনকে ২০ বারের বেশি ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে, এই পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও কোনো ধরনের তথ্য আপডেট করা হয়নি।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. আবু তালেব পরীক্ষার বিষয়ে নিশ্চিত করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমাকে যা বলা হয়েছে, আমি তাই করছি। এর বাইরে আমি কিছুই বলতে পারব না।’
নিষেধ থাকা সত্ত্বেও এই পরীক্ষা কেন হচ্ছে জানতে চাইলে আবু তালেব বলেন, ‘আইবিএ পরীক্ষা নিচ্ছে না?’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘তারা আমাকে এখনো পর্যন্ত জানাইনি। কিন্তু তাদের উচিত ছিল জানানো। এখন করোনার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে, সান্ধ্য কোর্সের জন্য নীতিমালা নির্ধারণ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার ব্যাপারে নির্দেশনা আছে। এখন এ বিষয়ে উপাচার্যই বলতে পারবেন।’
ভর্তি পরীক্ষার ব্যাপারে জানেন না উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন তো সব বন্ধ আছে। তাছাড়া নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা না। আমি ডিনের সঙ্গে কথা বলে দেখি তারা কিভাবে এটা করছে।’