বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মঙ্গলবার ও বুধবারের সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ববির পরীক্ষা নিয়ন্ত্রক স.ম. ইমামুল হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে রোববার রাত ৯টা থেকে সোমবার দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে বরিশাল নদীবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চসহ নৌযান চলাচল।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, সোমবার দুপুর ৩টা পর্যন্ত ১৫৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরে পটুয়াখালী জেলার খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে। আগামী দুই-তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।