বাউবি’র বিএ-বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের বিএ-বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৭০.১৯।

আজ সোমবার ( ১০ এপ্রিল) বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। 

পরীক্ষায় ৬টি সেমিস্টারে মোট শিক্ষার্থী সংখ্যা ৩,৪৯,৭৮৯ জন এবং পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২,৬০,৬৫৩ জন। চূড়ান্ত পরীক্ষায় ৪৫,২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১,৭৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

চুড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd এবং বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।