বাল্যবিয়ে বিরোধী শপথ নিল দুই সহস্রাধিক শিক্ষার্থী

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার দুই হাজারের বেশি শিক্ষার্থী আজ বৃহস্পতিবার বাল্যবিয়ে বিরোধী শপথ নেয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার দুই হাজারের বেশি শিক্ষার্থী বাল্যবিয়ে বিরোধী শপথ নিয়েছে। আজ বৃহস্পতিবার তারা এ শপথ গ্রহণ করে। শপথগ্রহণকারী শিক্ষার্থীরা শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সরকারের অংশীদারিত্বে ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের বাস্তবায়নে প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিপাদ্য ছিল—‘বাল্য বিবাহকে না বলি, সুখি সমৃদ্ধ সমাজ গড়ি’ 

আজ দুপুরে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান। সমাবেশে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন ডিপিএফ, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু, সহসভাপতি তাপসী রায়, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম প্রমুখ।

এর আগে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।