‘বুলবুল’-এ পিছিয়েছে ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/du.jpg)
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
আজ রোববার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চার শিফটে ১৫০ জন করে মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। পরের দিন রোববার একইভাবে ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, সোমবার ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং মঙ্গলবার ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষৎকার নেওয়া হবে।
এর আগে গত শুক্রবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার পেছাবে কিনা জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এনটিভি অনলাইনকে বলেছিলেন, দুর্যোগের কারণে প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই আসতে পারত না। সংশ্লিষ্ট ডিনকে জানানো হবে। তাঁরা কীভাবে করলে ভালো হয় তা করবেন।
এ ছাড়া থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।