বুয়েটের সব হলে করোনার হানা, আক্রান্ত ২৪

Looks like you've blocked notifications!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব কয়টি আবাসিক হলে হানা দিয়েছে করোনাভাইরাস। শনাক্ত হয়েছেন অন্তত ২৪ জন শিক্ষার্থী। আজ রোববার তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

অধ্যাপক মিজানুর এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্যাম্পাস খোলার পর থেকেই আমাদের শিক্ষার্থীরা সশরীর ক্লাস করছেন। শুরু থেকেই দু’একজন আক্রান্ত হয়েছিলেন। গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যাটা একটু বেশি। ২৪ জনের মতো আক্রান্ত হয়েছেন।’

অধ্যাপক মিজানুর রহমান আরও জানান, আমাদের শতভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর ৯০ ভাগ দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। ফলে ভয়ের কিছু নেই।’

নতুন বছরের শুরু থেকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে গতকাল শনিবার থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে আজ রোববার শোনা গেল সব হলে করোনার হানার কথা।