বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনার পর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ।
বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিকেলে ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ, ডিন ড. তুহিন ওয়াদুদ, ডিন ড. শরিফুল ইসলাম, ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
২০০৮ সালের এইদিনে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। তবে ২০০৯ সালের ৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়। ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর শহরের লালবাগ ও মডার্ণ মোড় এর মাঝামাঝি এলাকায় ৭৫ একর জমিতে নির্মিত নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে।