বড়পর্দায় সৌদি-আর্জেন্টিনা ম্যাচ দেখতে ঢাবিতে জনসমুদ্র

Looks like you've blocked notifications!
সৌদি আরব বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখতে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমুদ্র। ছবি : এনটিভি

কাতার ফুটবল বিশ্বকাপে সৌদি আরব বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জনসমুদ্রে পরিণত হয়। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হওয়ার আগে থেকেই এ জনসমাগম লক্ষ্য করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির পায়রা চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নগদের স্পন্সরে বড় পর্দায় দেখানো হয় বিশ্বকাপ খেলা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন মনের আনন্দে খেলা দেখেন। খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের পুরো ক্যাম্পাসে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করতে দেখা যায়।

খেলা দেখতে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী সোহাগ মিয়া বলেন, ‘আজকের ম্যাচে অনেক জনসমাগম হয়েছে এজন্য ভালোলাগা কাজ করছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে, আর্জেন্টিনার মতো একটা শক্তিশালী টিম সৌদি আরবের কাছে হেরে গেল।’

এক সৌদি সমর্থক বলেন, ‘আজ সৌদি আরবের পারফরমেন্সে আমরা খুশি। আশা করি ভবিষ্যতে ভালো করবে দলটি।’

জাহিদ হাসান নামে এক আর্জেন্টিনার সমর্থক বলেন, ‘আমি আর্জেন্টিনার পারফরমেন্সে আজ হতাশ। আর আর্জেন্টিনা বারবার গোল দেওয়ার পরও অফসাইড হওয়ার ব্যাপারটি খুবই দুঃখজনক।’