ভাসানটেক সরকারি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঢাকার ভাসানটেক সরকারি কলেজে অমর একুশে ফেব্রুয়ারির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেওয়াল পত্রিকা উন্মোচন করা হয়।
কলেজটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়া খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাসানটেক সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা খাতুন, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মামুন রেজা। আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ‘যে কোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার, মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।’