যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১

Looks like you've blocked notifications!
যশোর শিক্ষা বোর্ড। ছবি : এনটিভি

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। আজ রোববার প্রেসক্লাব যশোরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩১ হাজার ৫০০। এর মধ্যে নিয়মিত পরীক্ষা দিয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৪১ জন। পাস নেই এমন কোনো প্রতিষ্ঠান নেই। শত ভাগ পাস করেছে ১১৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ২০ হাজার ৮৭৮ জন জিপিএ ৫ প্রাপ্তর মধ্যে ছাত্রী ১২ হাজার ১৭১ জন ও ছাত্র আট হাজার ৭০৭ জন।

প্রফেসর মাধব চন্দ্র রুদ্র আরও জানান, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে পাসের হারে এ বছর শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এ জেলায় পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া অন্যান্য জেলার মধ্যে পাসের হার খুলনায় ৯৮.৭১, বাগেরহাটে ৯৭.৪৯, কুষ্টিয়ায় ৯৭.৬০, চুয়াডাঙ্গায় ৯৭.৬৮, মেহেরপুরে ৯৫.৬১, যশোরে ৯৮.৩৫, নড়াইলে ৯৮.০৯, ঝিনাইদহে ৯৮.১৫ ও মাগুরায় ৯৭.৭২ শতাংশ।

বিপুল পাসের হার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এ বছর প্রতিটি শিক্ষা বোর্ডেই পাসের হার উল্লেখযোগ্য। কারণ হিসেবে তিনি বলেন, প্রশ্ন ১০০ নম্বরের হলেও পরীক্ষার্থীদের উত্তর দিতে হয়েছে কম সংখ্যক।