রাবিতে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ, ভালোবাসা দিবসকে ‘গোলাপ হত্যা’ দিবস ঘোষণা
প্রেমের সুষম বণ্টন চেয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে তারা এ মিছিল বের করেন৷ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷
সমাবেশে এই ভালোবাসা দিবসকে ‘গোলাপ হত্যা’ দিবস হিসেবে আখ্যায়িত করেন তারা। পরে তারা গণস্বাক্ষর, গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন৷
বিক্ষোভ মিছিলে ‘তুমি কে, আমি কে; বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘নষ্ট প্রেমের খ্যাঁতাতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আসনাবিল আবির বলেন, ‘আমরা কোনো না কোনো ভাবে প্রেম থেকে বঞ্চিত। এই অসম নীতি এবং ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছে আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই।
সমাবেশে সংগঠনটির সভাপতি ইহতেশানুল ইবনুর বলেন, ‘যারা প্রেম বঞ্চিত তারা একাকিত্বে আত্মাহত্যার পথ বেছে নেই। তাদের রক্ষার জন্য এই প্রেম বঞ্চিত সংঘ। আর আমরা প্রেমের বিপক্ষে নই। কিন্তু আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একই সঙ্গে একাধিক প্রেম করে তাদের বিপক্ষে আমরা।’