রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগের তালা, সভা বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/02/capture-2_0.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রোববার দুপুরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাঁর শেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের অর্থবিষয়ক কমিটিতে বড় ধরনের অনিয়মের চেষ্টা করছেন। উপাচার্যের বাসভবনে আজ অর্থবিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুর্নীতির আশঙ্কায় অর্থ বিষয়ক কমিটির সভা হতে দিবেন না বলেও তাঁরা জানান।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এর অভিযোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তদন্তকমিটি গঠন করে। তদন্ত শেষে ইউজিসি তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের সত্যতা পায়। এতে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্যকে কয়েকটি চিঠি দিয়েছিল। এতে দুর্নীতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/02/capture-1_1.jpg)
ফারুক হাসান আরও বলেন, ‘মেয়াদের শেষ সময়ে এসেও উপাচার্য আজকের সভায় আরও বড় ধরনের অনিয়ম করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। তাই মিটিং স্থগিতের দাবিতে আমরা অবস্থান নিয়েছি।’
এদিকে, চাকরি স্থায়ীকরণের দাবিতেও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে মাস্টাররোল কর্মচারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ অর্থবিষয়ক কমিটির মিটিং ছিল। কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ উপাচার্যের বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।’