রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরোনো ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১ টায় শেষ হবে।

পরে দুপুর ১২টা থেকে ১টায় দ্বিতীয় শিফট এবং বিকেল ৩টা থেকে ৪টায় তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে দুই হাজার ৬৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ হাজার ৫৫৮ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়াই করবেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এ ছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল এক লাখ ৩৫ হাজার। তবে, চূড়ান্তভাবে আবেদন করেছেন এক লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, “গতকাল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি৷ আজ ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আশা করি, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব৷’  ক্যাম্পাসে যানজট নিরসন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান উপ-উপাচার্য।

এদিকে, আগামীকাল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। এবং তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ। পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন মোট ১০ হাজার ৭৪১ জন শিক্ষার্থী।