রাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে নির্যাতনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
কমিটির অপর সদস্যরা হলেন—হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের দুই আবাসিক শিক্ষক ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রায়হান গফুর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তানজিল ভূঞা।
হল প্রাধ্যক্ষ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী গতকাল (১৪ ফেব্রুয়ারি) রাতে একটি অভিযোগপত্র দিয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃষ্ণ রায় নামের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মানসহ কয়েকজনের বিরুদ্ধে।