রুয়েটের আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

Looks like you've blocked notifications!
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলসমূহ খুলছে আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন।

গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভায় আগামী ২৮ অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।’

এ বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল বলেন, ‘করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট বা টিকা কার্ড জমা দিয়ে আগামীকাল সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রবেশ করতে পারবেন।’