শত চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না? জেনে নিন তার ৫ কারণ
আপনি কী চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন? তারপরও চাকরি হচ্ছে না? এটি আপনার অদক্ষতার কারণে হতে পারে। আপনার দক্ষতা বা জ্ঞান চাকরির জন্য মানসম্মত নাও হতে পারে। অন্ধভাবে কঠোর পরিশ্রম করার পরিবর্তে, এখনও কেন চাকরি পেতে সক্ষম হননি তা ভেবে দেখুন।
প্রতিযোগিতামূলক চাকরির বাজার
এখনকার চাকরির বাজার বেশ প্রতিযোগিতামূলক। সীমিত সংখ্যক পদের জন্য আবেদনকারীদের মধ্যে অসংখ্য যোগ্য প্রার্থী থাকতে পারে। যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রতিযোগিতার মাঝে টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনার যদি দক্ষতা কম থাকে, তবে তা চিন্তার কারণ।
প্রাসঙ্গিক অভিজ্ঞতার অভাব
চাকরির আবেদনকারীদের নানা ভাবে বিবেচনা করা হয়। নিয়োগকর্তারা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাকে মূল্য দেন। নির্দিষ্ট ভূমিকার জন্য অভিজ্ঞতা বা দক্ষতার অভাব থাকলে চাকরির সম্ভাবনাকে বাধা দিতে পারে।
অপর্যাপ্ত নেটওয়ার্কিং
চাকরির জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে করে আপনি পেশাদারদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। কাজের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক ছাড়া এই বাজারে চাকরি পাওয়া কঠিন।
চাকরির আবেদন
চাকরির আবেদন হতে হবে শক্তিশালী। জীবনবৃত্তান্ত, কভার লেটার বা পোর্টফোলিওগুলোতে আপনার দক্ষতা, যোগ্যতা এবং অর্জনগুলো তুলে ধরুন। দুর্বলভাবে তৈরি আবেদনগুলো প্রথম পর্বেই বাতিল হয়ে যায়।
ইন্টারভিউ’র পারফরম্যান্স
জীবনবৃত্তান্ত যতই শক্তিশালী হোক না কেন, ইন্টারভিউতে আপনাকে ভাল পারফরম্যান্স করতে হবে। উত্তর দেওয়ার আগে দীর্ঘ বিরতি নিবেন না। এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে। কিংবা অপ্রাসঙ্গিক উত্তর, কথা বলায় জড়তা রাখাও আপনার চাকরি জীবনে প্রভাব ফেলবে। তাই ইন্টারভিউর সময় আত্ন-বিশ্বাসী থাকুন। ঘাবড়ে যাবেন না।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া