শা‌বিপ্রবি‌তে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
শা‌বিপ্রবি‌তে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : এনটিভি

 

নিরাপদ ক্যাম্পাস এবং সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও প‌রি‌বেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিশা মুনতাজের সঞ্চালনায় এ সময় গণিত বিভাগের ফরহাদ হোসেন, বাংলা বিভাগের সুমাইয়া আফরিন, সুজয় শুভসহ অন্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।

শিক্ষার্থীরা ব‌লেন, শা‌বিপ্রবি‌তে শিক্ষার্থীরা যৌ‌ক্তিক দাবিতে আন্দোলন কর‌ছে। উপাচা‌র্যের নি‌র্দেশে তাদের উপর পু‌লি‌শের হামলা ও গু‌লিবর্ষণ বর্বরো‌চিত কাণ্ড। পু‌লিশ শা‌বিপ্রবি ক‌্যাম্পা‌সে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে‌ছে। এতে অনেক শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছে। এ ঘটনার বিচার চাই আমরা। তা না হ‌লে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থীরাও ক‌ঠোর আন্দোলনে নাম‌বে।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা সড়কের মোড় হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।