সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স। ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’—নামের এ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এ স্কলারশিপ সম্পর্কে ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপের আওতায় থাকবেন, তাঁরা তিন হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। ওই শিক্ষার্থীরা স্কলারশিপের আওতায় থাকা বিষয়গুলো নিয়ে পড়তে পারবেন।
এ স্কলারশিপ পাওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো—বাংলাদেশি নাগরিক হতে হবে, বিনা বেতনে পড়ার যোগ্যতা দেখাতে হবে, জীবনযাত্রায় নিজের খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে, সাসেক্সের-২০২১-এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।
ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
স্কলারশিপে কতজন পড়ার সুযোগ পাবেন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিস্তারিত জানতে ঢুঁ মারতে পারেন এখানে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির ২০১৯-২০ সেশনের প্রেসিডেন্ট মাহমুদুল হক মনির সঙ্গে কথা বলে জানা যায় যে, সোসাইটির ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল হক মনি বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়ন করছেন। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
মাহমুদুল হক মনি জানান যে, সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ চালুর বিষয়টি প্রথম প্রস্তাব করেছিল পূর্ববর্তী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলাদেশি সোসাইটির কার্যকরী কমিটি। এরপর পরবর্তী কমিটি ও সোসাইটির সদস্যরা সেটি বাস্তবায়নের জন্য নতুনভাবে যোগাযোগ শুরু করে এবং অবশেষে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসেক্স বাংলাদেশ নামে এ স্কলারশিপটি চালু করে।