সোহরাওয়ার্দী উদ্যানের ১৫০ ফুট উঁচু টাওয়ারে যুবক, অতঃপর…

Looks like you've blocked notifications!
সোহরাওয়ার্দী উদ্যানের ১৫০ ফুট উঁচু গ্লাস টাওয়ার থেকে নামানোর পর যুবক সুজনকে আটক করা হয়। ছবি : এনটিভি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ১৫০ ফুট উচ্চতার স্বাধীনতা স্তম্ভের (গ্লাস টাওয়ার) চূড়ায় ওঠা এক যুবককে উদ্ধারের পর আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে ওই যুবককে হঠাৎ গ্লাস টাওয়ারের চূড়ায় দেখতে পান সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরা। এরপর খবর পেয়ে তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তাকে নিচে নামানো হয়।

টাওয়ার থেকে নামানোর পর ওই যুবক জানান, তার নাম সুজন মিয়া ও বাড়ি কেরানীগঞ্জে। আগে তিনি ভয়ানক অনলাইন সুইসাইড গেম খ্যাত ব্লু হোয়েল গেমসে আসক্ত ছিলেন।

সুজন মিয়া বলেন, ‘আমি বছর খানেক ধরে আক্রান্ত হয়েছি। যখন আক্রান্ত হয়েছি তখনই আমি শাহবাগ থানায় এসে গ্রেপ্তার করতে বলেছিলাম। কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আমি এখন আর কিছু বলব না। বলতে পারছিও না। আমার খাতায় সব লেখা আছে।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যেমে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আ স ম সাঈদ কানন নামে একজন ফেসবুকে ব্যঙ্গ করে লেখেন, ‘ভরা পূর্ণিমার রাতে জীবনের মজা লুটতে একজন উদ্যানের টাওয়ারের ওপর বইসা ঢাকা দেখতাসে। তাকে উদ্ধারে আসছে ফায়ার সার্ভিস, পুলিশ। ভরা মঞ্চের এই নাটক দেখলাম স্বচক্ষে।’

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এনটিভি অনলাইনকে বলেন, ‘এক লোককে উদ্যানের টাওয়ার থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার নাম বলেছে সুজন মিয়া। কেন ওখানে উঠেছিলেন–এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।’