স্ত্রী-সন্তানসহ রাবি মেডিকেলের প্রধান চিকিৎসকের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক তবিবুর রহমান শেখসহ তাঁর বাড়ির সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরীক্ষার রিপোর্টে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের করোনা শনাক্ত হয়। বিষয়টি ডা. তবিবুর রহমান শেখ নিজেই নিশ্চিত করেছেন।

ডা. তবিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার স্ত্রী রোকসানা খাতুন, দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও নীকিতা রহমান, ছোট ভাইয়ের স্ত্রী, তাঁদের গাড়ির ড্রাইভার ও গৃহকর্মীর করোনা শনাক্ত হয়েছে। সবাই বাড়িতে বিশ্রামে আছে।’

তবিবুর রহমান আরো বলেন, ‘আমি, আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই সবাই চিকিৎসক। সবাই নিয়মিত রোগীর চিকিৎসা করেছি। কার মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছি, সেটা বলা সম্ভব না। আক্রান্ত সাতজনের অবস্থাই স্বাভাবিক আছে।’