১০৪ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

Looks like you've blocked notifications!

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। তবে গতবারের চেয়ে এবার এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কয়েকটি কমেছে।

আজ রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা যায়, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি। আর গত বছর এ সংখ্যা ছিল ১০৭টি।

অন্যদিকে, শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে।

এ বছর শতভাগ পাস করেছে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা তিন হাজার ২৩টি। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি।

আজ বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।