১০ জুন থেকে হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত
হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী ১০ জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে হাবিপ্রবির প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টি রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের সঙ্গে সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ জুন থেকে যেকোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। এদিকে পরীক্ষা চলাকালীন সব হল বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের মুচলেকা প্রদান করে মেস কিংবা বাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন/বিভাগীয় প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাচ অনুযায়ী পরীক্ষা নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও প্রধানরা সিদ্ধান্ত নেবেন।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়ে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা পায় সে লক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হবে।