১৮ মাস পর খুলল হাবিপ্রবির হল

Looks like you've blocked notifications!
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছেন।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান জানান, আজ সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল ও তাজউদ্দীন আহম্মেদ হলে উঠতে শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট সাইফুল ইসলাম শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আগামী ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।