৪০তম বিসিএস : মৌখিক পরীক্ষার আগে যা মনে রাখবেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/11/bbbb.jpg)
বিসিএস পরীক্ষার শেষ ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা। যেহেতু লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার আগে সময় কম থাকে, সেহেতু এই সময়ে নিজেকে প্রস্তুত করে তুলতে পরীক্ষার্থীদের কিছু রুটিন মেনে চলা উচিত। ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রাক-প্রস্তুতি নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আজ তুলে ধরতে চাই মৌখিক পরীক্ষার আগে যা যা করবেন।
স্বাভাবিকভাবে মৌখিক পরীক্ষার আগের দিন প্রতিযোগীদের মধ্যে ভীতি কাজ করবে। তবে মূল পরামর্শ হলো, ভীতি কমিয়ে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। কিছু কথা মনে রাখুন –
১. আদর্শলিপির কথা মনে হলেও এটাই বলব যে, আপনার ভাইভার আগের রাতে খুব বেশি জাগবেন না। ছয়-সাত ঘণ্টা একটানা ঘুম খুব জরুরি। মৌখিক পরীক্ষার দিন সকালে উঠে যাবেন। গোসল করে বের হওয়াটা ভাল, তাহলে ফ্রেশ লাগবে।
২. অনেকে অনেক দূর থেকে মৌখিক পরীক্ষা দিতে যাবেন। তাই চেষ্টা করবেন ঝামেলামুক্ত যানবাহন ব্যবহার করতে। গণপরিবহনে এলেও খেয়াল রাখবেন জামা-কাপড় কুঁচকে আপনাকে যেন বিধ্বস্ত মনে না হয়।
৩. আপনি যত আগেই আসেন না কেন, আপনাকে পিএসসির সামনে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আশপাশে কোথাও টয়লেট কিংবা চেঞ্জরুম পাবেন না। সেভাবে বাসা থেকে বের হবেন। ভাইভা দিতে যাওয়ার সময় সহায়তা করতে পারে এমন কোনো ছোট ভাই বা বোনকে সঙ্গে নিতে পারেন। তাহলে নিজে সাহস পাবেন।
৪. মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই দিনের দুই-একটি সংবাদপত্র কিনতে পারেন। পত্রিকার শুধু মূল হেডলাইনগুলো দেখবেন। খেয়াল রাখবেন উল্লেখযোগ্য কোনো খবর আছে কি না। কারণ, ভাইভা বোর্ডে ওই দিনের বিশেষ ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন করতে পারে।
৫. অবশ্যই ভাইভা যেদিন হবে সেদিনের ইংরেজি তারিখ, বাংলা ও আরবি তারিখ জেনে যাবেন। একই সঙ্গে মাথায় রাখবেন ওই দিন বিশেষ কোনো দিবস আছে কি না। যদি দিবস থাকে, তাহলে কী কারণে দিনটি বিখ্যাত সে সম্পর্কে ধারণা রাখুন।
৬. মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ফোনে ডাটা কিনে নেবেন। আপনি পিএসসির সামনে দাঁড়িয়ে থাকার সময়, হুট করে একটা কিছু মনে হলো যে, আপনি ভুলে গেছেন কিংবা মনে পড়ছে না, তাহলে ডাটা থাকলে গুগল জেনে নিতে পারবেন।
আজহারুল ইসলাম সনেট (বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটিতে সহকারি সচিব পদে কর্মরত)।