জেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৯ ডিসেম্বর

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

এর আগে সকালে নিজ দপ্তরে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সোহরাব হোসাইন জানান, শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভর্তি হওয়ার সুবিধার্থে ২০১৬ সালের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে ২৯ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হবে। ওই দিন দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

গত পয়লা নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর। পরীক্ষায় সর্বমোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী অংশ নেয়।