বরিশালে জেএসসিতে সেরা ঝালকাঠি জেলা

Looks like you've blocked notifications!

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঝালকাঠির শিক্ষার্থীরা। গত বছরও বোর্ডের সেরা স্থানটি ছিল এই জেলার শিক্ষার্থীদের দখলে।

ঝালকাঠি জেলার ১০ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ১৬৮ জন। পাসের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সারা দেশে একযোগে ২০১৬ সালের জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বোর্ডের ফলাফল ঘোষণা করেন।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। মোট এক লাখ ১৭ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১০ হাজার ৭৭১ জন। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম জানান, এ বছরও বরিশাল শিক্ষা বোর্ডে মেধা তালিকায় মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৯১০ জন। ছেলেদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ৬৬০ জন। তাদের পাসের হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ।

মেধা তালিকার হিসাবে বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে গত বছরের মতো দ্বিতীয় স্থানে আছে ভোলা, তৃতীয় বরিশাল, চতুর্থ পটুয়াখালী এবং পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পিরোজপুর ও বরগুনা জেলা।

এর মধ্যে ভোলায় ১৮ হাজার ৩১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন। অর্থাৎ পাসের হার ৯৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৪৭২ জন।

বরিশাল জেলায় ৩৮ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৭৮৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৪১ জন শিক্ষার্থী। পটুয়াখালীতে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২৪৪ জন। ২০ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে এই জেলায় পাস করেছে ১৯ হাজার ৭১৫ জন। পাসের হার ৯৭ দশমিক ১০ শতাংশ।

এ ছাড়া পিরোজপুরে ১৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৫০৭ জন। এই জেলায় পাসের হার ৯৬ দশমিক ২৪ শতাংশ। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬৫৫ জন। বরগুনায় জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪০১ জন। ১৩ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৪১৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ।