‘ছাত্রলীগকে বাস না দেওয়ায়’ রুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ

Looks like you've blocked notifications!

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুদিন ধরে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ঢাকায় ছাত্রলীগের পুনর্মিলনীতে অংশ নিতে রুয়েট ছাত্রলীগকে বাস না দেওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে রুয়েটের এক শিক্ষক বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে যাওয়ার জন্য রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনের কাছে বাস চায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে সম্মতি দেয়নি। এর মধ্যে প্রশাসনেরই কিছু লোক হয়তো ছাত্রলীগকে পরামর্শ দেন। তাঁদের পরামর্শে ছাত্রলীগ ক্লাসের সিআরদের (ক্লাস প্রতিনিধি) ডেকে ২৪ ও ২৫ জানুয়ারি অটো (শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে ক্লাস বর্জন) নিতে বা শিক্ষার্থীদের ক্লাসে আসতে নিষেধ করে দেয়। সিআর’রাও সে কাজ করতে বাধ্য, কারণ তারা তো ছাত্রলীগের কথা অমান্য করার সাহস করতে পারে না। ফলে কোনো শিক্ষার্থী ক্লাসে আসেনি। কোনো শিক্ষার্থী না আসায় গতকাল মঙ্গলবার ও আজ বুধবারও আমরা ক্লাসে গিয়ে ফিরে এসেছি।’

ওই শিক্ষক আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় একদিন বন্ধ হলে কতটা খারাপ, সেটা আসলে বোঝানো যাবে না। কোনো বিভাগে সামনে এক সপ্তাহ পরেই পরীক্ষা, কিন্তু তারা ক্লাস করতে পারছে না। আসলে কেউ বলার নেই। সাধারণ ছাত্ররাও বলতে পারে না। বর্তমান যে পরিস্থিতি তাতে কারো কিছু বলার নেই।’

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে ওই শিক্ষক আরো বলেন, ‘প্রশাসন যদি ছাত্রলীগের নেতাকর্মীদের একটু মোটিভেট করত, তাহলে তাদেরকে ম্যানেজ করা কোনো ব্যাপার ছিল না। কারণ এই ৩০ থেকে ৪০ জন ছাত্রকে মোটিভেট করা কোনো ব্যাপার নয়।’

ছাত্রলীগের বাস চাওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসের অচলাবস্থার কথা অস্বীকার করে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে যোগ দিতে আমি ঢাকায় আছি। তাই ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানি না। রাজশাহীতে গিয়ে বিস্তারিত বলতে পারব।’

রুয়েট ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড় বলেন, ‘শুনেছি শিক্ষার্থীরা অটো নিয়েছে। তারা হয়তো শুক্রবার, শনিবার সামনে থাকায় আগের এই দুদিনও অটো নিয়ে ছুটিতে আছে।’

ছাত্রলীগের বাস চাওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট অচলাবস্থার কথা অস্বীকার করেছেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।

উপাচার্য বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মী আমার কাছে আসেনি। কিংবা তারা প্রশাসনের কারো কাছে বাস চাওয়ার ব্যাপারে গিয়েছে কি না, তা জানি না। তাই শিক্ষার্থীরা কেন ক্লাসে আসছে না, সেটা তারাই ভালো বলতে পারবে।’

তাহলে কেন শিক্ষার্থীরা ক্লাসে আসছে না এমন প্রশ্নের উত্তরে উপাচার্য রফিকুল আলম বেগ বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না।’