শিশুশ্রমকে না, শিক্ষাকে হ্যাঁ
গত ১২ জুন ছিল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে আজ ১৫ জুন, দ্য ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান সেমিনার হলে সকাল ১০টায় শিশুশ্রম প্রতিরোধ নিয়ে কাজ করা ১০টি সংস্থা এবং নেটওয়ার্ক যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শাপলা নীড় অফিসের ফান্ড রাইজিং কো-অর্ডিনেটর মিস ইউকি আমানো এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। ওই কর্মশালায় শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বেশকিছু দাবি তুলে ধরা হয়।
কর্মশালায় জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ইসরাফিল আলম, সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল আলম এমপি বলেন, ‘বাংলাদেশের ৩% শিশু এখনো শিক্ষার বাইরে আছে এবং সরকার চেষ্টা করছে এই ৩% শিশুকে শিক্ষার আওতায় আনতে’। তিনি আরো বলেন, ‘যদিও সরকার এখনো আইএলও ১৩৮ অনুস্বাক্ষর করেনি, কিন্তু সরকার জাতীয় শিশুনীতি ২০১১-তে শিশুর বয়স ১৮ নির্ধারণ করেছে। সরকার যে ৩৮ প্রকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা প্রণয়ন করেছে, তিনি মনে করেন সেই তালিকায় আরো বেশ কিছু কাজকে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, সরকার এবং বেসরকারি সংস্থাগুলো এক হয়ে শিশুশ্রম নিরসনে একযোগে কাজ করতে হবে।
এ ছাড়া মাননীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম প্রত্যেকেই শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলেন।
কর্মশালাটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), ডিস-অ্যাডভান্টেজড এডোলেসেন্ট ওয়ার্কিং ফোরাম (ডন নেটওয়ার্ক), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ (বিলস), আইন ও সালিশ কেন্দ্র (আসক), কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ), বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, গার্ল ডোমেস্টিক ওয়ার্কার্স ভয়েজ ক্যাম্পেইন, শাপলা নীড় এবং তেরেদাস হোমস-নেদারল্যান্ড যৌথভাবে আয়োজন করে।