বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423648659.jpg)
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
আগামীকাল বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে খুব শিগগির জানানো হবে।
হরতাল-অবরোধ বন্ধের আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে আমাদের কৌশলী হয়ে এগোতে হচ্ছে। সামনে একুশে ফেব্রুয়ারি, আশা করছি বিরোধী দল হরতাল-অবরোধ প্রত্যাহার করে বাকি সব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সুযোগ করে দেবে।’