জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন ৯ মে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন ৯ মে মঙ্গলবার শুরু হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব/পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং/মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট/পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স/পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি/পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক কোর্সে অনলাইন ভর্তির আবেদন আগামী ৯ মে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৩ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকেও জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।