একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি
২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রোববার জারি করা ওই নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার (৯ মে) থেকে অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় ও টেলিটকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া চলবে ২৬ মে পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
নীতিমালায় আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে।
একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।