রাবির হল থেকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার!

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে আজ সোমবার এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র উদ্ধার করা হয়। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১০০টি উত্তরপত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হলের এক নম্বর ডরমিটরি থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।   

তবে কে বা কারা ওই উত্তরপত্রগুলো হলে রেখেছিল, তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিন্নাত ফেরদৌসি বলেন, আজ বিকেল ৫টার দিকে হলে তল্লাশি চালিয়ে সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা উদ্ধার করা হয়েছে। হলের ডরমিটরি-১ থেকে দুই বান্ডিলে ৫০টি করে মোট ১০০টি খাতা উদ্ধার করা হয়। ২৬৮ নম্বর কোডের ইসলামের ইতিহাসের উত্তরপত্র। পরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে।  

হল প্রাধ্যক্ষ আরো বলেন, তবে কে বা কারা হলে খাতাগুলো নিয়ে এসেছে, তা জানা যায়নি। খাতাগুলো কার কাছে ছিল সে বিষয়ে শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষরাই ভালো বলতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হলে বোর্ড পরীক্ষার অনেকগুলো খাতাসহ একটি ব্যাগ আছে। পরে আমরা খোঁজ নিয়ে হল থেকে ব্যাগটি উদ্ধার করি।’