ইবির ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর থেকে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর। আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার এই সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানতে চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। তাই আজ বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করে ডিনস কমিটি।
ডিনস কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন।