খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদিনে
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমের এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত বিশ্ববিদ্যালয় পরিষদ এইউবির (অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ) সমন্বয় সভায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ নির্ধারিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় আগামী ৪ অথবা ১১ নভেম্বর যে কোনো একদিন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় বিভিন্ন বিভাগের ডিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।