শিবির সন্দেহে শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ

Looks like you've blocked notifications!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে সোহেল রানা নামের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে বের করেছে দিয়েছে ছাত্রলীগ। ওই শিক্ষার্থী শিবিরের সক্রিয় কর্মী এবং শিবিরের সহায়তায় হলে উঠেছিল বলে দাবি করেছে ছাত্রলীগ। 

সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। কয়েকদিন আগেই তিনি ওই হলে উঠেছিলেন। 

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল ও শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহিরের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী শামসুজ্জোহা হলে গিয়ে সোহেলকে বের করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
 
সূত্র জানায়, হলের ১৮১ নম্বর কক্ষে নাজমুল হাসান নামের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী থাকতেন। কিছুদিন আগে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় তিনি সিটটি ছেড়ে দেন। এর পর ওই সিটে আবদুল্লাহ নামের এক শিক্ষার্থী ওঠেন। তবে আবদুল্লাহ বেশির ভাগ সময় তাবলিগে থাকার কারণে সিটটি শূন্য থাকত। 

চার-পাঁচ দিন আগে ওই সিটে ওঠেন সোহেল রানা। তিনি হল শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সিটে ওঠেন বলে ছাত্রলীগ নেতাদের অভিযোগ। 
    
আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই ছেলে (সোহেল রানা) শিবিরের সক্রিয় কর্মী। সে ওই কক্ষে নাশকতার পরিকল্পনা করছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে।’

যোগাযোগ করা হলে শামসুজ্জোহা হল শাখা শিবিরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, ‘সোহেল শিবিরের সঙ্গে জড়িত নয়। দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় আমরা তাকে ওই কক্ষে উঠার পরামর্শ দিয়েছিলাম।’

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. গোলাম ছাদিক এনটিভি অনলাইনকে বলেন, ‘১৮১ নম্বর সিটটা সোহেল রানার না। তাই সে এ কক্ষে থাকতে পারে না। আমরা চাই, এই সিটটা যার নামে বরাদ্দ সেই এখানে থাকুক।’ 

তবে সোহেল রানাকে বের করে দেওয়ার বিষয়ে প্রাধ্যক্ষ কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি।

এ বিষয়ে প্রক্টর মো. তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘জোহা হলের উত্তেজনার কথা শুনে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু ভিতরের বিষয় সম্পর্কে আমি এখনো বিস্তারিত কিছু জানি না। প্রাধ্যক্ষও এ বিষয়ে বিস্তারিত আমাকে জানাননি। তিনি (প্রাধ্যক্ষ) জানানোর পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’